সোমনাথ রায়ের কবিতা । প্রবন্ধ । গল্প । আলোচনা পড়ুন

কবিতা  

মৃত্যুর ওপিঠ থেকে বেঁচে ফিরে আসি কবিতায়

এখানে দুঃখেরা ক্ষমা প্রার্থী হয় অক্ষরের কাছে

শব্দ বুনে বুনে পাপ স্খলনের অনুশোচনায়

নিজেকে আনত করি, দগ্ধ হই অনুতাপআঁচে।

আবার দ্বিচারিতাকে কষাঘাত করে গর্জে উঠি

তোয়াক্কা করি না, কাটা যেতে দেখি তালিকায় নাম

পাঁজরে গভীর গর্ত করে পুঁতি বিশ্বাসের খুঁটি

কবিতা লিখেই মুছি যাবতীয় দুর্বল দুর্নাম।

#

অসুখে ওষুধ আর পথ্য হয়ে চিত্রকল্প যত

আমাকে পুনর্জীবিত করে, শক্তি দেয় সাঁতারের

অসংখ্য শোকের মাঝে খুলে দেয় বিস্মৃতির পথও

কবিতা উড়িয়ে দেয় ভারী পাথরের অবসাদ  

কবিতার প্রেম হতে নারী কিংবা পুরুষ পারে না

আমার পথের আগে পিছে থাকে সে পথ ছাড়ে না।


* কাব্যগ্রন্থ – “পুনশ্চ সনেটগুচ্ছ” (২০২২) * 


                                 কালবৈশাখীর ঝড়                                     

 দুঃখকে আড়াল করে তুমি বেশ মেতেছ উল্লাসে

কালবৈশাখীর ঝড়ে রোমাঞ্চিত রবীন্দ্রসদন

তোমাকে দেখেছেনৃত্য ঢঙে আম কুড়োচ্ছ যখন

আনমনা কিশোরীএকাখুব একা  আত্মবিশ্বাসে

ভেঙেছ ভ্রূকুটিবেড়াপ্রধান শিক্ষিকাস্কুলবাসে

ছাত্রছাত্রীদের সঙ্গে যাওকাছে ডেকে বলশোন

প্রথমে স্বউপার্জন শিখবিসহনীয় মূলধন

ওটাআমাকেই দ্যাখস্বামী ছাড়ামেয়ে ইউনিভার্সে।

#

বয়স তো হলযাও ফ্ল্যাটে যাওকেয়ারটেকার

এবার নিশ্চিন্ত হবেদিদিমণি ফিরে এসেছেন

একা জাগা অনেক দিদিমণিও নিশ্চিন্ত হবেন

পোড়া সিগারেটগন্ধ নিয়ে ফিরে যাবে ড্রাইভার।

দরজা বন্ধ করলে ফিরে আসে লোকটাকাজের মেয়েকে

নিয়ে শুয়ে আছেআর তুমি ভাঙছ দর্পণে নিজেকে। 

 

* কাব্যগ্রন্থ – “পুনশ্চ সনেটগুচ্ছ” (২০২২) *      

This Post Has One Comment

  1. Valo Laglo

Leave a Reply

Close Menu

Book your copy of "Punashcho SonnetGuchchho"

X